১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

কালিহাতীতে কালোবাজারির ৩৫০ বস্তা সারসহ গ্রেফতার ২

আপডেট: আগস্ট ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলে কালিহাতী থেকে কালোবাজারির ৩৫০ বস্তা সারসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেল ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কান্দারপাড়া এলাকার মো. সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মো. মঞ্জিল ইসলাম (২০)।

টাঙ্গাইল র‍্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৬ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি মামলা দয়ের করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network