আপডেট: জুলাই ৩১, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক : সারা দেশ থেকে কর্মস্থলে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার) ফিরতে সব ধরনের গণপরিবহন চালু করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নেক্সটনিউজকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৩১ জুলাই রাত ৮টা থেকে ১ আগস্ট (রোববার) দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু থাকার কথা সরকারের পক্ষ থেকে বিজিএমইএ’কে জানানো হয়েছে।
গণপরিবহন বন্ধ রেখে পোষাকশিল্প কারখানা খুলে দেয়ার ঘোষনায় বেকায়দায় পড়ে শ্রমিকরা। অপরিপক্ক এ সিদ্ধান্তের বিষয়ে সমালোচনার ঝড় উঠে। অবশেষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার। ৩১ জুলাই রাত ৮ টা থেকে ১ আগস্ট দুপুর ১২ টা পর্যন্ত ১৬ ঘন্টা সকল গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার।