আপডেট: জুলাই ২২, ২০২১
মনির হোসেন,টাঙ্গাইল : অবশেষে কুড়িয়ে পাওয়া অস্ত্রটি উদ্ধার করল টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা পূর্বপাড়া গ্রামের আব্দুল হাইয়ের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
জানা যায়, ওই গ্রামের আব্দুল হাই ওরফে টুক্কু মাছ ধরতে গিয়ে অস্ত্রটি কুড়িয়ে পান। পরে সেটি তার কাছে রেখে দেন। কয়েকদিন পর ওই অস্ত্রটি তার নাতি জিহাদের কাছে রাখতে দেন। এর মধ্যে জিহাদের সঙ্গে তার কয়েকজন বন্ধুর মনোমালিন্য হয়। এর জেরে জিহাদ বন্ধুদের অস্ত্রটি দেখালে এলাকায় জানাজানি হয়। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেনকে অবগত করেন। তিনি বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো অস্ত্রটি ফেলে দেওয়ার জন্য পরামর্শ দেয় ইউপি সদস্যকে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলরা গ্রামে মোঃ আব্দুল হাই টুক্কুর বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১ টি পূরানো মরিচা(জং) ধরা শুটার গান উদ্ধার করা হয়েছে। তবে সেটি বর্তমানে অকেজো।