যায় যায়দিনের কালিহাতী প্রতিনিধি রাইসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন,কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম,কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,সাবেক সভাপতি মো. রশিদ আব্বাসি, সাংবাদিক সাব্বির আহম্মেদ আব্বাসি, আব্দুস সাত্তার,তারেক আহমেদ, ইমরুল হাসান বাবু,আনিছুর রহমান শেলী,মেহেদী হাসান মৃদুল,সোহেল রানা,আ.লতিফ তালুকদার,মনির হোসেন,সুমন ঘোষ,এম এম হেলাল বাদশা, সবুজ সরকার প্রমুখ।
এর আগে স্বাস্থ বিধি মেনে স্বল্প পরিসরে র্যালী করা হয়।টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী পত্রিকার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।