৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতীতে যমুনা গ্রুপের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: জুলাই ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কালিহাতী  প্রেসক্লাব স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কালিহাতী প্রেসক্লাবে যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহম্মেদ এর ব্যবস্থাপনায়  প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
স্মরণসভায় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ   আলমের সভাপতিত্ববে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম।
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রশিদ আহম্মদ  আব্বাসী, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. সাব্বির আহম্মেদ আব্বাসী।

প্রধান অতিথির বক্তব্যে মো.আনছার আলী বিকম বলেন, মানবসেবী নুরুল ইসলাম তাঁর প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে গেছেন।
তিনি দৈনিক যুগান্তরের মতো পাঠক প্রিয় জাতীয় সংবাদপত্র প্রতিষ্ঠা করে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। তার রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোর সফলতা কামনা করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
এছাড়াও নুরুল ইসলামের জীবন ও উন্নয়ন মূূূলক কর্মকান্ডগুলো জনগনের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ,সাহিত্য সম্পাদক আনিছুর রহমান শেলী,দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সাংবাদিক ইমরুল হাসান বাবু, আব্দুল লতিফ, সবুজ সরকার,আবু সাঈদ, রবিন প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কালিহাতী ইসলামিয়া এতিখানার সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবর রহমান।
অনুুুুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network