আপডেট: জুলাই ১০, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক : জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে আগামী ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শুক্রবার সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ই জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০শে জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।