আপডেট: জুলাই ৯, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী : কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থান মসজিদে সচেতনতামূলক আলোচনা করেছেন কালিহাতী থানা পুলিশ।মুসুল্লিসহ সাধারণ জনগনকে সচেতন করার জন্য পুলিশের চলমান কর্মসূচির অংশ হিসেবে তারা এ উদ্যোগ গ্রহন করেন। কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান উক্ত মসজিদে বক্তব্য রাখেন।
৯ জুলাই জুমার দিনে বাংড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছাপুর কবরস্থান মসজিদে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম , বাংড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মুছা মন্ডল, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।
পবিত্র জুমার নামাজের পূর্বে ওসি মোল্লা আজিজুর রহমান জুমার নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতিমারী করোনা থেকে বাঁচার জন্য তিনি সকল মুসুল্লিকে সরকারী নির্দেশ মেনে সচেতনতার সাথে চলার অনুরোধ করেন। তিনি যেকোনো সমস্যায় তাঁর সাথে সরাসরি যোগাযোগ করতে আহবান জানান। থানায় জিডি বা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ” জিডি করত,, অভিযোগ করতে বা কোনো ভেরীফিকেশন করতে কোনো টাকা পয়সা লাগেনা । আমি বা আমার কোনো অফিসার টাকা নেয়না। ”
তিনি বলেন, পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।আমি আপনাদের সেবা করতে এসেছি।
মুসুল্লিরা মনোযোগ দিয়ে ওসির আলোচনা শ্রবন করেন।