আপডেট: জুলাই ৫, ২০২১
মনির হোসেন : টাঙ্গাইলের কালিহাতীতে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে লকডাউনের পঞ্চম দিন অতিবাাহি হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশের সার্বক্ষণিক তদারকিতে কালিহাাতীর পরিবেশ ছিলো অনুকুলে।
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে সরকারি নির্দেশনা না মানায় ৬ জনকে ১৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বালিয়াটা, ভূক্তা, কোনাবাড়ী, ছাতিহাটী কস্তুরীপাড়া ও আউলিয়াবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।
এ সময় আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক পরিধান না করার দায়ে ৬ জনকে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করেন তিনি।
কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান নেক্সটনিউজকে জানান, ” জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ”
এ সময় তিনি সকলকে মাস্ক পরিধান করা এবং আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান।