আপডেট: জুলাই ১, ২০২১
জাহাঙ্গীর আলম,টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যপদ লাভ করেছেন সাপ্তাহিক যুগধারার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান সরকার। গত ১১ জুন টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় তাকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়। ৩০ জুন টাঙ্গাইল প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে মো. হাবিবুর রহমানসহ অন্যান্য সদস্যদের বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
টাঙ্গাইলের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি, নন্দিত সাংবাদিক নেতা এডভোকেট জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।এ সময় প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের অন্যতম সদস্য, সাংবাদিক নেতা কামনাশীষ শেখরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর তাদের অনুভূতি ব্যক্ত করেন।
নতুন সদস্যরা হলেন দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো.আতিকুর রহমান, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো.মাসুদ রেজা, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো.গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো.তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক বিশিষ্ট কবি শামসুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবির, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। এর মধ্যে একজন সদস্য অনুপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়া প্রসঙ্গে যুগধারা সম্পাদক মো. হাবিবুর রহমান সরকার নেক্সটনিউজকে জানান, আমার এ সদস্য পদ পাওয়াতে আমি খুবই আনন্দিত। এজন্য আমি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সম্পাদক কাজী জাকেরুল মওলা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখরসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবে গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।