১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীর চারান বিল এখন পর্যটন এলাকা

আপডেট: জুন ২৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

সোলায়মান খান, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নে জমিদার রাহাতুন্নেসার রাজবাড়ীর পাশে চারান বিল। চারান বিলটি টাংগাইল জেলার সব চেয়ে বড় বিল। চারান বাজার থেকে শুরু করে বল্লা বাজার পর্যন্ত ২.৫ কি.মি. লম্বা এলাকা জুড়ে বিলটির জলসীমা বিস্তৃত। পূবের মত এবারও দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বর্ষাকালে বিলটি চক চকে থৈ থৈ পানিতে অপরুপ সৌন্দর্য প্রকাশ করে। ঠিক তেমনি শীতকালে অতিথি পাখিদের কলতানে চারদিক মুখরিত থাকে।
ভ্রমন করার জন্য বেশ কিছু স্পিট বোড নৌকা রয়েছে এই বিলে। জমিদার আমল থেকে বিলটি প্রাচীন ঐতিহ্যের  ধারক ও বাহক হিসেবে কাজ করে। সরকারী হস্থক্ষেপ পেলে বিলটি একটি প্রসিদ্ধ পর্যটন এলাকার মর্যাদা পাবার সম্ভাবনা রয়েছে। যাতায়াতের জন্য যানবহন চলাচল ব্যবস্থা ভাল রয়েছে।
নৌকা চালক শান্ত জানান, এখানে ৫০ টির বেশি নৌকা রয়েছে। ছোট নৌকা ৬-৭ জন মানুষ উঠতে পারে।  ভাড়া ১ ঘন্টা ২০০ টাকা করে।
জানা যায়, চারান বিলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এই বিলের মাছ খুবই সু-স্বাদু। চারান বিলের মাছ ধরে প্রায় ১০ হাজার পরিবারের জীবিকা ধারণ করে আসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network