আপডেট: জুন ১১, ২০২১
জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস
উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুন) বিকেলে থানা পাড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া মাহফিল অনু্ষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা শিশির দাস, এরশাদ আলী,দুলাল চন্দ শীল, নিশীথ খান,শান্ত ইসলাম সহ শহর,উপজেলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগেন সহ-প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান।
উল্লেখ্য ১/১১ এর অবৈধ ও অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই তিনি গ্রেফতার হোন এবং দীর্ঘ প্রায় ১১ মাস কারাগারে থাকার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং দেশবাসীর আন্দোলনের মুখে ২০০৮ সালের এই দিনে তিনি সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।