আপডেট: মে ৩১, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে।জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল দশ ঘটিকা থেকে ১১ দফা দাবী নিয়ে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আরিফুর রহমান, টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ তৌফিকুর রহমান মুন্না, ঠাকুরগাও জেলা শাখ আহবাহক মনিরা খাতুন, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ আবু সাঈদ,রৌমারী উপজেলা শাখার আহবায়ক মোঃ মাইদুল ইসলাম, মধুপুর উপজেলা শাখার আহবায়ক রুমী আক্তার প্রমুখ।
সংগঠনটি ১১ দফা দাবীতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।