আপডেট: এপ্রিল ১৩, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক :
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে করোনা ভাইরাসে মানুষকে সচেতন করার লক্ষ্যে মাঠে নেমেছে পিংনা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের উদ্যোগে পিংনা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীর প্রতিক আব্দুল হাকিম, প্রবীণ রাজনিতিবিদ মিনহাজ উদ্দিন, আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক সেজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল, তাতীলীগের সভাপতি আক্তার হোসেন, কৃষকলীগের সভাপতি ফেরদৌস তালুকদার।