আপডেট: এপ্রিল ১১, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক, ঢাকা : হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নিয়ে যা হচ্ছে তা তার ‘একান্ত ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এই অবস্থান থেকে এখনো মামুনুল হকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি হেফাজত।
সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় সংগঠনের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাবুনগরী এ মন্তব্য করেন।
বৈঠকে সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। তার আগে বেলা ১১টায় বৈঠকে বসেন হেফাজতের শীর্ষ নেতারা। সেখানে ৩০ জনের মত শীর্ষ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।