৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতীতে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

আপডেট: এপ্রিল ১০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য বিক্রি করছে। বাজারের চেয়ে কম দামে পণ্য সংগ্রহ করতে পেরে জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

শনিবার (১০ মার্চ )দুপুরে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ টিসিবির পণ্য বিক্রি করা হয়।

টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন,কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমূখ।

টিসিবির ডিলাররা টিসিবির গুদাম থেকে সরকার নির্ধারিত দামে পণ্য উত্তোলন করে ট্রাকে ভ্রাম্যমাণভাবে বিক্রি করেন। টিসিবির ছোলা প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, পিঁয়াজ ২০ টাকা, চিনি ৫৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network