আপডেট: এপ্রিল ৭, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে (শিশুবক্তা) নেত্রকোনা থেকে আটক করেছে র্যাব।
এ খবর নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম। এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল। পরে আবার ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানীর নামে উক্ত ইসলামী বক্তা সারাদেশে শিশু বক্তা নামে পরিচিতি লাভ করে ছিলেন। তার বক্তব্যে তরুন সমাজের মধ্যে উত্তেজনা সৃস্টি হতো। ইতিমধ্যে তিনি তার তেজী বক্তব্যে দেশব্যাপী বিপুল সংখ্যক ইসলামী সমর্থকদের ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।