আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক : লিও জেলা কাউন্সিল ৩১৫ এ১ বাংলাদেশ এর সমন্¦য় ও ফেলোশিপ সভা সম্প্রতি আগারগাঁও লায়ন টাওয়ার এ অনুষ্ঠিত হয়েছে। লায়ন জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল এমজেএফ এ সমন্¦য় ও ফেলোশিপ সভা আহবান করেন। লিও জেলা কাউন্সিল ৩১৫ এ১ বাংলাদেশ এর সভাপতি লিও জয়ন আরিফ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন লিও ক্লাবস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর হোসেন জিতু এমজেএফ, লিও জেলা কাউন্সিল চেয়ারপার্সন লায়ন কমর উদ্দিন আহমেদ এমজেএফ, পাস্ট লিও জেলা সভাপতি ও পাস্ট মাল্টিপল লিও জেলা সভাপতি লায়ন জিয়া উদ্দিন বাসেত, পাস্ট লিও জেলা সভাপতি লিও সুজন মিয়া। অন্যদের মধ্যে লায়ন্স ক্লাব অব ওয়ান প্লাস এর সাধারন সম্পাদক লায়ন গাজী হারুন উপস্থিত ছিলেন। লিও জেলা সাধারন সম্পাদক আবরার ইসলাম রাহিল সভা পরিচালনা করেন। সভায় বিভন্ন কøাব নেতৃবৃন্দ বতৃতা করেন।
প্রধান অতিথি লায়ন জেলা ৩১৫ এ১ বাংলাদেশ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা কামাল এমজেএফ লিওদের মধ্যে পুরস্কার বিতরন করেন। তিনি বলেন, যুব সমাজ লিও ক্লাব এ যোগদান করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। সমাজের অবক্ষয় দূরীকরণে কাজ করতে পারে।