আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়ন এর বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় এ মুতিটি পাওয়া যায়।
এলাকা বাসী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধায় পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথরের মুর্তিটি পাওয়া যায়। শনিবার সকালে ড্রেজার মেশিন মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এর কাছে সেটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার, স্থানীয় সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব।
এ বিষয়ে পানি উন্নয়ম বোর্ড ঠাকুরগাঁও এর প্রকৌশলী রবিউল ইসলাম বলেন টাংগন নদীর খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথর পাওয়া যায় এবং সেটা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কোষাগারে হস্তান্তর করা হবে।