আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২০
রফিকুর ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে :
দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যে আহত করার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ দুই জনকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিস্কার করা হয়েছে।
দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ জানান, যুবলীগ কোন সন্ত্রসী বা চাদাবাজকে প্রশ্রয় দেয়না। ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহŸায়কসহ ৩ জনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। তারা যদি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে প্রচলিত আইনে তাদের বিচারসহ আইনী প্রক্রিয়ায় শাস্তি প্রদানের দাবী জানাই।
তিনি জানান,কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও আসাদুল হক এবং জেলা যুবলীগের পক্ষ থেকে ঘোড়াঘাটের সিঙ্গড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানাকে দল হতে বহিস্কার করা হয়েছে।