আপডেট: আগস্ট ৩০, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ছাত্র-ছাত্রীদের পূর্ণপাঠ নিশ্চিত করার জন্য কলেজ শিক্ষকদের সমন্বয়ে টাঙ্গাইলে বাস্বায়ন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৯ আগষ্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ২৯ আগস্ট শনিবার বিকালে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কলেজ পর্যায়ে পাঠদান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে। সাধারণ সম্পাদক নির্বাচিত হন সন্তোষ মাওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন কালিহাতী লায়ন্স ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান কবীর, টাঙ্গাইল কালেক্টরেট গার্লস হাই স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল বাসেত মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আনিসুর রহমান ও টাঙ্গাইল কালেক্টরেট গার্লস হাই স্কুলের প্রভাষক হেলাল উদ্দিন। এছাড়াও অন্যান্য পদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকগন’সহ সুধীজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ রিপন।