৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

মুক্তিযোদ্ধা আলতাফ দেওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট: আগস্ট ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক, নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সলিমাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ দেওয়ানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন। আজ শনিবার (২২ আগষ্ট) মুক্তিযোদ্ধা আলতাফ দেওয়ান বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন। তিনি আজ সকাল ১০.০০টায় তার মেয়ের বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর জানাযা নামাজ আজ বিকেল ৩.৩০ মিনিটে নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় সলিমাবাদ এর বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা আলতাফ দেওয়ান মৃত্যুর সময় এক ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network