আপডেট: আগস্ট ২১, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও জেলায় আজও বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৮ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫৭ জনে।
বুধবার (১৯ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মো: মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৮ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় – ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় – ৫ জন, পীরগঞ্জ উপজেলায় – ৩ জন এবং রাণীশংকৈল উপজেলায় – ৬ জন। তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান যে, ঠাকুরগাঁও – ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এবং তার সহধর্মিণীর করোনা নমুনা পরীক্ষার ফলাফল আজ নেগেটিভ এসেছে। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭৫৭ জন। যাদের মধ্যে ৩৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৩ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৭৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪৪ জন, হরিপুর উপজেলায় ৭৮ জন, রাণীশংকৈল উপজেলায় ৯২ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭৫৭ জন। এবং তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ৩৯৪ জন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের।