১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক রাজু করোনায় আক্রান্ত

আপডেট: আগস্ট ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিক সৈয়দ সারোয়ার সাদি রাজু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ” দৈনিক আজকালের খবর ” পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি এবং ভূঞাপুর প্রেসক্লাবের কর্মকর্তা।

ভূঞাপুরে  ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত হলো ১০৬ জন। নতুন আক্রান্তরা হলেন- উপজেলার পৌর এলাকার ঘাটান্দি গ্রামের বাসিন্দা এবং “দৈনিক আজকালের খবর” পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদি রাজু।অন্যজন বীরহাটি গ্রামের।

মঙ্গলবার (১৮ আগষ্ট) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহীউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলায় নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন। সাংবাদিক রাজু’র আশু রোগমুক্তি কামনায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজী দৈনিক দি নেক্সটনিউজ  পরিবার দোয়া কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network