আপডেট: আগস্ট ১৫, ২০২০
জাহাঙ্গীর আলম : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী টাঙ্গাইলের কালিহাতীর তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগস্ট (শনিবার) কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ের তালতলা-মাদারিয়াপাড়ায় তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে কালো ব্যাচ ধারণ, নিরবতা পালন, আলোচনা সভা ও শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ, ইন্সট্রাক্টর আল আমিন,আমিনা খাতুন, প্রভাষক রেখা আক্তার, জহুরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান তালুকদার।