৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

উল্লাপাড়ায় বিলসূর্য নদীর দুইপাড়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তানভীর ইমাম

আপডেট: আগস্ট ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উল্লাপাড়ার পাশ দিয়ে প্রবাহিত সদ্য খননকৃত বিলসূর্য নদীর দুই পাড়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় নদীর উৎসমুখে গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।

পানি উন্নয়ন বোর্ড এবছর এই নদীর দুই পাড়ে ৩০ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে।

বৃক্ষরোপন উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মোমিনুর রহমান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়ার পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিল্টন হোসেন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান প্রমুখ।

প্রসঙ্গতঃ পানি উন্নয়ন বোর্ড এ বছর ১২’শ কোটি টাকা ব্যয়ে মজে যাওয়া ১২ কিলোমিটার বিলসূর্য নদীটি পূণঃখনন করেছেন।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network