আপডেট: আগস্ট ১২, ২০২০
…………বুলবুল হাসান
একদিন ঈদ এসেছিল বহুকাল আগের সেই কৈশরে
লাল,নীল,হলুন,বেগুনী আর আকাশ ছোঁয়া স্বপ্ন হয়ে,
সেদিন একটি হাফসার্ট,একটি হাফপ্যান্ট এবং
এক জোড়া স্যান্ডেল কিনেছিলাম অনেক বায়নায়।
বাহ! কি চমৎকার যে মানিয়েছিল-
ঈদেরদিন পরে খুশিতে অনেক আনন্দ করেছিলাম,
সেকি আনন্দ! পাড়ার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত
সবাইকে দেখানোর ছলে চার থেকে পাঁচবার ঘুরেছি।
এক ঈদে,সার্ট,প্যান্ট,জুতা কেনা সহজ ছিল না
একটি সার্ট কিনলে প্যান্ট কেনা হতো না অনেকের,
আর সে ঈদেও সবার মধ্যে আনন্দ ছিল সুখ ছিল
ভালোবাসা ছিল মিল-মহব্বত সবই তখন ছিল।
সেই রকম ঈদ এখন যে আমাদের মাঝে আসে না
বাবাদের,মায়েদের এমন কি বড় ভাইদেরও আসে না,
তবে এখনো ঈদ আসে কিশোর আর কিশোরীদের-
যাদের মন লাল,নীল,হলুদ এবং গোলাপ-রাঙ্গা রঙ।
আমাদের ঈদ কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায়
একবার টেরও পাই না,বাবারা-মায়েরাও তা পায় না,
প্রতিদিন কর্মব্যস্ততায় জীবন যেন এক যন্ত্রদানব
তাই, এ ভাবেই একদিন শেষ হবে ভালো-লাগার ঈদ!
♦ বি : দ্র : কবিতাটি আমার কবিতার প্রবাসী এক ভক্তের অনুরোধে লিখলাম। সে খুব কষ্ট মনে স্ট্যাটাস দিয়েছে যে,প্রবাসীদের কোন ঈদ নাই। তাই তার দুঃখের ভাগি হলাম। আসলে কৈশোর বেলার পর ঈদ আর কারো জীবনেই আসে না। ধন্যবাদসহ সবাইকে ঈদ মোবারক।♦