আপডেট: আগস্ট ১২, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীর ডোমার উপজেলায় ৭মাস বয়সী শিশুকন্যাসহ ভারসাম্যহীন এক মায়ের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। ভারসাম্যহীন মা আলেফ নুরা (৩২) ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী প্রগতিপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী ও তার ৭মাস বয়সী শিশুকন্যা ইসরাত জাহান তাওসীন।
মৃত আলেফ নুরার বড় মেয়ে ইভা (১২) জানায়, বুধবার সকাল ৭টার দিকে ছোট বোন ইসরাত জাহান পায়খানা করলে, পরিস্কার করার জন্য টিউবওয়েলে যায় তার মা আলেফ নুরা। কিছুক্ষন পরে মা’কে খুজঁতে যায় ইভা। মা’কে দেখতে না পেয়ে তার বাবাকে জানালে, পরিবারের লোকজন বাড়ীর চারপাশ খুজাখুজি শুরু করে। সকাল ১০টার দিকে প্রতিবেশীরা পুকুরের পানিতে মা-মেয়েকে ভাসতে দেখে আলেফ নুরার স্বামীকে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা মা-মেয়ের মৃত্যুদেহ উদ্ধার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মা-মেয়ের মুত্যদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নেক্সটনিউজ/জেআলম