আপডেট: আগস্ট ৪, ২০২০
মোঃ নাঈম শাহ, নীলফামারী থেকে : নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জনসহ ৪জন নিহত হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে রবিবার (২ আগস্ট) রাতে উল্লাস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলো মোটরসাইকেল চালক লিটন হোসেনের ৮ মাসের শিশু পুত্র আব্দুর রহিম, স্ত্রী রুমি আক্তার (২৫) ও শ্যালিকা আদুরী আক্তার (১৮)। গুরুত্বর আহত অবস্থায় মোটর সাইকেল চালক লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরের বাসিন্দা লিটন হোসেন মোটর সাইকেলে করে তার শ্বশুর বাড়ী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে ঈদের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে উক্ত স্থানে ঢাকাগামী নাইট কোচটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে সোমবার বিকেলে জেলা সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছরি সরকার পাড়ায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নেক্সটনিউজ/জেআলম