আপডেট: আগস্ট ২, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল :টাঙ্গাইলের কালিহাতীতে বন্যাকবলিত অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির।গত ৩০ জুলাই তিনি এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ছাত্রলীগ নেতা মনির কালিহাতী পৌরনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানা গেছে।
মহামারী করোনার কারনে কালিহাতীর কর্মহীন মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যে বন্যা অসহায় মানুষদের জীবনযাত্রা লন্ডভন্ড করে দিয়েছে।সে দিক বিবেচনা করে কালিহাতী পৌরসভার বিভিন্ন গ্রামের অসহায় ৬০০ পরিবারের পাশে দাড়িঁয়েছেন ছাত্রলীগনেতা মনিরুজ্জামান মনির।তিনি ৩০ জুলাই পৌর এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে নিজে বাড়ি বাড়ি গিয়ে ৬০০ পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। এ সময় মনিরের সাথে পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কালিহাতীর বন্যা পরিস্থিতি নিয়ে মনির নেক্সটনিউজকে জানান, ” কালিহাতীর পৌর এলাকাসহ উপজেলার সাধারন খেটে খাওয়া ও মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
তিনি কালিহাতীর মানুষের এই দু:সময়ে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।