আপডেট: জুলাই ৩১, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : “Prevention is better then cure” এই বাক্যটিকে মনেপ্রাণে ধারণ করে এক ব্যতিক্রমধর্মী উদ্দ্যোগ গ্রহন করেছেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আরমান হোসেন রনি। “শিক্ষানগরী সৈয়দপুর” এর মাধ্যমে ভিডিও রেকর্ডিং করে সৈয়দপুরের জনগনকে করোনা বিষয়ে সচেতন করার এই উদ্দ্যোগটি মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া তুলেছে।
এ বিষয়ে ডাঃ রনির কাছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু করোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি সেক্ষেত্রে আমি মনে করি জনগনের সচেতনতাই এ রোগের প্রধান ভ্যাকসিন।
শহরের নতুন বাবুপাড়ায় জন্মগ্রহণ করা এ চিকিৎসক সৈয়দপুরের করোনা প্রতিরোধ কমিটির টিম লিডার হিসেবে কাজ করে যাচ্ছেন। সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিত চিকিৎসা দেওয়া, নমুনা সংগ্রহ, লকডাউন কার্যক্রম পরিচালনা প্রতিনিয়ত এসব কাজ করে যাচ্ছেন অত্যন্ত দৃঢ়তার সাথে।
নেক্সটনিউজ/জেআলম