৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের আয়োজনে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও প্রাইভেট টিউশন শিক্ষকদের নগদ সহায়তা প্রদান

আপডেট: জুলাই ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
কে. নাহার , ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের আয়োজনে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও প্রাইভেট টিউশন শিক্ষকদের নগদ সহায়তা প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ। প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি সাইফুল ইসলাম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় রায়হানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে করোনা পরিস্থিতিতে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে উপজেলার ৭৬জন অসচ্ছল শিক্ষককে জনপ্রতি ২হাজার টাকা করে মোট ১লক্ষ ৫২হাজার টাকা প্রদান করা হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network