আপডেট: জুলাই ২৮, ২০২০
অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে শিশুদের স্বাস্থ্যসুরক্ষাসহ করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন করতে মঙ্গলবার ইমামদের নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজস্থ ইসলামিক ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ইমামদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. শামসুজ্জামান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপিসি এনিমি স্পেশালিস্ট শোহাররব হোসেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের মোকাবিলায় সকলকে সচেতন করতে ধর্মীয় ইমামদের মাধ্যমে প্রচারের লক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নেক্সটনিউজ/জেআলম