আপডেট: জুলাই ২৮, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এ্যাডভোকেট আব্দুর রশিদ চাঁদ (৬৭)। মঙ্গলবার দুপুরে তিনি উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লার ভাড়া বাসায় মারা গেছেন। পরে তার মরাদেহ স্বজনেরা উপজেলার বাঁখুয়া গ্রামের বাড়িতে নিয়ে যান। তিনি করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে ভুগছিলেন। তিনি উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ছিলেন। তার দুই মেয়ে বিসিএস ক্যাডার। একজন ডাক্তার ও অপরজন সরকারি কলেজের শিক্ষক এবং তার স্ত্রী সাবেক স্কুল শিক্ষক। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।