আপডেট: জুলাই ২৭, ২০২০
আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: নওগাঁর পোরশা উপজেলায় বাড়ীর পাশের উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে জিহাদ হোসেন (৩) এবং আরাফাত হোসেন (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ওই উপজেলার যুগিডাঙ্গা ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা যুগিডাঙ্গা ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে জিহাদ এবং তাঁর ভাই আবু তাহেরের ছেলে আরাফাত।
নিহত শিশুদের স্বজনরা জনান, জিহাদ ও আরাফাত বাড়ির সামনে ফাঁকা উঠানে খেলাধূলা করছিল। এর এক-দেড় ঘণ্টা পর স্বজনেরা ওই দুই শিশুকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজা-খুঁজি করেও কোথাও তাঁদের পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের পুকুরে ওই দুই শিশুর লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁদের।
খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পোরশা থানার ওসি শফিউল আলম।
নেক্সটনিউজ/জেআলম