আপডেট: জুলাই ২৬, ২০২০
আমিনুল জুয়েল, নওগাঁ থেকে : নওগাঁর আত্রাই উপজেলায় বাড়ির পাশে এক সাথে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা শুটকিগাছা গ্রামের মোতাহারের জমজ মেয়ে হালিমা (২) ও হাবিবা (২)।
নিহত শিশুদের স্বজনরা জানান, সন্ধ্যার আগে তারা দুইজন একত্রে বাড়ির পাশে খেলছিল। খেলার কোন এক সময় তারা জলাবদ্ধ বন্যার পানিতে ডুবে যায়। সন্ধ্যার দিকে ওই শিশুদের বাবা-মা অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওই জমজ বোনের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে উদ্ধার করে। ওই জমজ শিশুদের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি মো. মোসলেম উদ্দিন।