আপডেট: জুলাই ২০, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রুহিয়া বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রুহিয়া সমন্বিত প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকের ব্রীজ এলাকায় অস্থায়ী বসবাসরত প্রায় শতাধিক পরিবারের মাঝে ও শ্যামলতলী বাজারে মাস্ক ও সবান বিতরণ করা হয়
রুহিয়া সমন্বিত প্রেসক্লাবের যুগ্নআহব্বায়ক আনোয়ার হোসেন, সদস্য মোঃ মনসুর আলী, রুবেল ইসলাম, মমিনুল ইসলাম, গৌতম চন্দ্র বর্মন সহ অনেকে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।এসময় তাদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে, যুগ্নআহ্বায়ক নিজস্ব তহবিল হতে অসহায় বেদেদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।