আপডেট: জুলাই ২০, ২০২০
রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫৩৮ জনে।
রবিবার (১৯ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ পরিসংখ্যানে জানা যায় নতুন করে আরো ১৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ১৫ জনের মধ্যে সদরে ১০ জন, পলাশবাড়ীতে ১ জন, সাঘাটায় ১ জন, সুন্দরগঞ্জে ২ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৫২৩ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ২০৮ জন। এছাড়া সদরে ১১৫, পলাশবাড়ীতে ৬২, সাদুল্লাপুরে ৫০, সাঘাটায় ৩৭, সুন্দরগঞ্জে ৪৩ এবং ফুলছড়ি উপজেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাইবান্ধায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২২৯ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯৮ জন। এখন পর্যন্ত জেলায় মোট ১১ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন। গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনা পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।