২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

ঈদ উল আযহা’কে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায়

আপডেট: জুলাই ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রামনাথ হাট,পাটিয়াডাঙ্গি হাট, ঢোলারহাট, সহ বিভিন্ন স্থানে অবস্থিত কামারের দোকানগুলো টুং-টাং শব্দে সরগরম, হয়ে উঠেছে। ঈদ উল আযহা’কে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন কামাররা। নাওয়া-খাওয়া ভুলে গিয়ে অবিরাম কাজ করছেন তারা। আগুনের শিখায় লোহা পুড়িয়ে তৈরিকরা এসব ছুরি, দা, বটি, চাপাতি দিয়ে পশু কোরবাণির পাশা-পাশি মাংস কাটার জন্য এসব কিনতে কামারের দোকানে ভিড় জমাচ্ছেন সাধারন মানুষ। ক্রেতাদের অভিযোগ, এ বছর এসব সরঞ্জামের দাম অনেক বেশি রাখা হচ্ছে। কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ শিল্পের প্রধান উপকরন লোহা, স্পাত ও কয়লার দাম বেড়ে যাওয়ায় কামাররা এখন বিড়ম্বনায় পড়েছেন। এছাড়া এ অঞ্চলে বন্যার কারণে কয়লা সরবরাহে ব্যাঘাত ঘটছে বলেও জানান তারা।

সরেজমিনে দেখা যায়, দুর থেকেই পাওয়া যাচ্ছে হাপড়ের হাঁসফাঁস আর হাতুড়ি পেটার শব্দ। লোহায় হাতুড়ি পেটায় ছড়াচ্ছে স্ফুলিঙ্গ। সেখানে যেন নেই কোন দিন-রাত অবিরাম চলছে কাজ আর কাজ । কামারা জানান, বছরের ১১ মাসে তাদের ব্যবসা হয় এক রকম, আর কোরবাণির ঈদের আগের একমাসে ব্যবসা আরেক রকম। থানার কয়েক জন কামারের সঙ্গে আলাপ করে জানা যায়, স্প্রিং লোহা (পাকালোহা) ও কাঁচা লোহা সাধারনত এ দুই ধরনের লোহা ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয়। স্প্রিং লোহা দিয়ে তৈরি উপকরণের মান ভালো,দামটা একটু বেশি। আর কঁচা লোহার তৈরি উপকরণগুলোর দাম তুলনামুলকভাবে কম। ব্যাবহার করাহয় এ্যাঙ্গেল, রড, স্টিং , রেললাইনের লোহা, গাড়িরপাত ইত্যাদি অনেক লোহা কামারদের কাছে এনে বিভিন্ন জিনিস তৈরি করে বা রেডিমেইড বানানো নিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network