সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার মিরপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ মাজিদুর রহমান ছোটন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৭ জুলাই রাতে উপজেলার মির্জানগন গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে মিরপুর থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় নতুনপাড়া এলাকার সিজাম উদ্দিন দফাদারের ছেলে।
মিরপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে মিরপুর থানার ওসি আবুল কালামের নির্দেশে মিরপুর থানা পুলিশ মির্জানগন গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাজিদুর রহমান ছোটনকে আটক করে। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা হলে আটক মাদক ব্যবসায়ীকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।