৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ঘাটাইলে এমপি আতাউর রহমান খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট: জুলাই ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আল আমিন হোসেন বিপ্লব , ঘাটাইল (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ঘাটাইলের এমপি আতাউর রহমান খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভুইয়া, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি,সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সদ্য সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন,বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,মুক্তিযোদ্ধা মগবুল হোসেন, বিআরডিবির চেয়াম্যান চেয়ারম্যান মো.রুহুল আমিন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আরিফ খান প্রমুখ। আলোচনা শেষে আতাউর রহমান খান এমপির রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা জুবায়ের মাহমুদ ।

উল্লেখ গত শুক্রবার (১০ জুলাই) দুপুরের পর টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়ায় নিজ বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে টাঙ্গাইল ষ্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে নেয়া হয়। বর্তমানের তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network