২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে এমপিসহ আরো ৫৬ জন করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে একজন এমপিসহ নতুন করে আরো ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৮ জনে। এ দিন আরো ১১৮ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২১ জনের। সুস্থ হয়েছেন ৫৯৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৫ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন বাড়িতেই।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে সর্বোচ্চ ৩০ জন, মির্জাপুরে নয়জন, মধুপুরে চারজন, বাসাইল, ঘাটাইল ও ভুঞাপুরে তিনজন করে, কালিহাতী ও দেলদুয়ারে দুইজন করে রয়েছেন। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network