২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্তের সৃৃষ্টি হওয়ায় মানুষের মাঝে আতংক

আপডেট: জুলাই ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব,গাইবান্ধা থেকে: অস্বাভাবিকভাবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার ফুুলছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি অংশ অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গর্র্তের সৃষ্টি হয়ে পানি প্রবেশ করায় বাঁধের পশ্চিম পার্শ্বে বসবাসকারী ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ আতংকিত হয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের জন্য দিকদ্বিক ছুটাছুটি করতে থাকে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বলেন, বুধবার ভোরে বাঁধে গর্র্তের সৃষ্টি হয়ে পানি প্রবেশ করার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন গর্তটি ক্রমেই বড় হচ্ছিল এবং বাঁধের পাড় ভাঙছিল। এসময় পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় বাঁধটি রক্ষায় মাটি ও বালুর বস্তা ফেলা হয়। দিনভর সকলের সহযোগিতায় বাঁধটি আপাতত রক্ষা করা সম্ভব হয়েছে। তবে ঝুঁকিমুক্ত নয় বলে তিনি উল্লেখ করেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় বুধবার বিকেল ৪টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি তিস্তামুখঘাট পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি গতি কিছুটা কমেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network