আপডেট: জুলাই ১৫, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর অফিসার প্রয়াত কৃষিবিদ জহুরুল হোসেনের পরিবারের নিকট তার ইন্সুরেন্স এর চেক হস্তান্তর করা হয়েছে।
পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে ১৫ জুলাই (বুধবার) দুপুরে জগন্নাথপুরে অবস্তিত আরডিআরএস এর হল রুমে ১৩ লক্ষ ৭ হাজার টাকার এ চেক হস্তান্তর করেন কোম্পানির জিএম(মার্কেটিং) পার্থ সারথি রায়।
এসময় অঅরো উপস্তিত ছিলেন কোম্পানির ঠাকুরগাঁও রেজিওনের সেলস ম্যানেজার কে এম কামরুল হাসান, সহকারী ম্যানেজার সেলিম আনসারী সহ কোম্পানির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কৃষিবিদ জহুরুল হোসেন চলতি বছরের ২১ জানুয়ারী দিনাজপুরের বিরোল রোডে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেন।