১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

পাটকল বন্ধ ঘোষণা সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : সিপিবি

আপডেট: জুলাই ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুল জুয়েল, নওগাঁ থেকে: মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলসমূহ রাষ্ট্রায়ত্তকরণ করা ছিল ৫৪’র যুক্তফ্রন্ট্রের ২১ দফা ও ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ১১-দফার অন্যতম অঙ্গীকারের বাস্তবায়ন।  কিন্তু গত ৪০ বছর ধরে ক্ষমতাসীন সরকার এশিয়ার বৃহত্তম পাটকল আদমজীসহ অনেক পাটকল বন্ধ এবং বেসরকারিকরণ করেছে। আর বর্তমানে নতুন  করে রাষ্ট্রীয় পাটকল বন্ধ ঘোষণা সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখা।

সিপিবি নওগাঁ জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে শহরের ব্রীজের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন সংগঠনটির সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা।

তিনি বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী সরকার মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মন্ত্রীর হাত দিয়ে অবশিষ্ট ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। এই বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজের জন্য জাতি কখনও তাঁদের ক্ষমা করবে না।

এসময় তিনি আরও বলেন, লোকসানের কথা বলে সরকার এসব পাটকলসমূহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাটকলসমূহ রাষ্ট্রীয়করণের পর থেকে এ পর্যন্ত পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ হাজার ৬৭৪ কোটি টাকা। অথচ এ সরকারই গত ৬ বছরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে ৬২ হাজার কোটি প্রদাণ করেছে।

সরকার মাত্র ১২০০ কোটি টাকা দিয়ে এ শিল্পকে আধুনিকায়ণ না করে ৫ হাজার কোটি টাকা দিয়ে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে কারখানা বন্ধ করে দেয়া হচ্ছে কেন এমন প্রশ্ন করে সভাপতি বলেন, এটি ক্ষমতাসীন লুটেরাগোষ্ঠীকে তোষামদ করা জন্য সরকারের ষড়যন্ত্রমাত্র।

সমাবেশে নেতৃবৃন্দরা রাষ্ট্রীয় পাটকলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত পুণঃবিবেচনা করে তা প্রত্যাহরের দাবি জানিয়ে পাট শিল্পকে আধুনিকায়ণ করার মাধ্যমে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সিপিবির সাবেক সভাপতি কমরেড প্রদ্যোৎ ফৌজদার, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা মুনসুর রহমান, যুব নেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন ও ছাত্রনেতা শামীম আহসান প্রমূখ

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network