১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

টাকা না দিলে মিলছেনা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা   

আপডেট: জুলাই ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
হারুনুর রশিদ, নরসিংদী থেকে : নরসিংদীর বারৈচা বাজার সুনালী ব্যাংকের বাখরনগর শাখায় অতিরিক্ত টাকা না দিলে মিলে না বয়ষ্ক ও প্রতিবন্ধী ভাতা, সেবার নামে প্রতিনিয়ত  চলছে গ্রাহক হয়রানি। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া জন্য  এলাকাবাসীর দাবি।

নরসিংদী বেলাব উপজেলার বারৈচা বাজার সুনালী ব্যাংকের বাখরনগর শাখায় দীর্ঘদিন যাবত সেবার বদলে চলছে গ্রাহক হয়রানি। সরকারের দেয়া বয়ষ্ক, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা নিতে গেলে  অফিসের স্টাফ ও দারুয়ানদের দিতে হয় অতিরিক্ত টাকা  তা না হলে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। এ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল সেবা পেতে হলে আগে দিতে হয় টাকা। এ সব  টাকা নেওয়া হয় ব্যাংকের স্টাফ ও দারুয়ানদের হাত দিয়ে।এমন তত্ত্বের  ভিত্তিতে  সেখানে গেলে দেখা যায় ব্যাংকের সামনের গেইট বন্ধ রেখে পিছনের গেইট দিয়ে টাকার বিনিময়ে নেওয়া হচ্ছে ভাতার বই। ঘটনা স্থলে অনেকের অভিযোগ পাওয়া যায়।

এ ব্যাপারে  ব্যাংকের ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি বিষয়টি ভালো ভাবে জেনে সঠিক ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এ ব্যাপারে চব উজিলাব ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন  বিষয়টি খুবই দুঃখ জনক এবং সংশ্লিষ্ট উর্দতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network