১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

বোচাগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

আপডেট: জুন ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ২০১৯-২০২০ অর্থ বছরের খরিপ-১/ ২০২০-২০২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ১৯২ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে কৃষকদের হাতে পালংশাক, বরবটি, লালশাক, কলমিশাক, পুইশাক, ডাটাাক ও বেগুন এর বীজ এবং কৃষকদের বিকাশ নম্বরে সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া বাবদ ১ হাজার টাকা, পরিচর্যা বাবদ ৫০০ টাকা, মোট ১ হাজার ৯৩৫ টাকা প্রদান করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network