সাইফুল ইসলাম কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ১২ মাইল ভেগান এগ্রো লিমিটেড এর পাশে থেকে সোমবার বিকেলে এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানার এস আই আবু তাহের সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহামদ শাহজালালের নির্দেশে তিনি ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মৃত অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মাথা ঘুরে পড়ে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লে তাঁরা পুলিশে সংবাদ দেন।
পুলিশের কাছে প্রথমে তাঁর পরিচয় অজ্ঞাত থাকলেও পরে তাঁর পরিচয় মেলে। মৃত বৃদ্ধার নাম করিমন নেছা (৮০) স্বামী- মৃত কছির উদ্দিন, বর্তমান গ্রাম- বাহিরচর ইউনিয়নের ষোল দাগ চাষীক্লাব এলাকায় , ভেড়ামারা, কুষ্টিয়া হলেও তাঁর প্রকৃত নিবাস রংপুর জেলায় বলে জানা গেছে। তিনি ভিক্ষা করে জীবন কাটাতেন। সারা দিন এলাকায় বাড়ি বাড়ি ভিক্ষা করার পর ফেরার পথে তাঁর করুণ মৃত্যু ঘটে।