আপডেট: মে ২৯, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৯ই মে) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের ইকু জুটমিলস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আহত ১০ জনের মধ্যে ৮জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও ২ জনকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহতরা হলেন সদর উপজেলার চাপড়াসরমজানী ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের হঠাৎপাড়ার স্বপন (৪৮), তানিয়া (৩৭), মজিদ(৪০), মাহিমা(৩০), ৭ মাসের শাহিদ, জনি(৫),এনামুল (৯),শিহাব(৮),মিনা(১৩),লালবি(২৫)।
প্রত্যক্ষদর্শী ও নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানায়, দূর্ঘটনার সময় চার্জার ব্যাটারী চালিত অটোতে করে আহতরা সকলে সৈয়দপুর যাচ্ছিল। এ সময় বিপরিতদিক হতে আসা ইট বোঝাই ট্রলির মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে । এদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।