১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

কাউকে দুর্ভোগের মধ্যে থাকতে হবে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আপডেট: মে ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : গত কয়েকদিনে প্রচন্ড ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের কংশরা, কোদালকাঠি, ফুটকিবাড়ীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

২৯ মে শুক্রবার সকাল ১০টায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মৌসুমী ঝড়ে ক্ষতিগ্রস্থ কোদালকাঠি, কংশরা, ফুটকিবাড়ীসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন। গত কয়েক দিনের ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকার গাছপালা, ঘরবাড়ীসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রতিমন্ত্রীকে জানান এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশবাসীকে নিয়ে একদিকে করোনার সাথে লড়াই করছেন অন্যদিকে ঝড়োবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন। কাউকেই দুর্ভোগের মধ্যে থাকতে হবে না। ধর্য্য ধরে সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network