৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

ইলোরার কবিতা : মানুষের বড় গুন

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মানুষের বড় গুন

…..ইলোরা

 

মানুষকে চিনা কখনো বা
অপরাধ হিসাবে গন্য,
লুকায়িত শতরুপ উম্মোচনে
আমি এক নগন্য ।

একজনের শতরুপ
শত জনের কত
সে কথা ভেবে আমি
অবাক অবিরত।

অন্তরেতে শোষণ নীতি
মুখে সেবার বুলি
বন্ধু সেজে কাছে এসে
করে কোলাকুলি ।

কালের খেয়া বাইবে বলে
নিত্য সোনায় রঙ্গ
ন্যায্যকথা বললেই তিনি
দেখায় নিষ্ঠুর দম্ভ ।

হরেক রকম চটকদারী
দেখায় তিনি রোজ
কচুর লতি খেয়ে বলে
করলাম ভুঁড়িভোজ ।

দাড়ি ছাড়া, কমা ছাড়া
মিথ্যাকথা কয়
উচিৎ কথা কইলে তাহার
গায়ে নাহি সয় ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network